Cover You In Jewels

Benefits Of Pearls.

১০ টি মুক্তা পাথরের উপকারীতা, কেনো ব্যবহার করবেন?

মুক্তা পাথরের উপকারীতা নিয়ে বলার আগে জেনে নেই মুক্তা কী? মুক্তা বা পার্ল কোনো পাথর বা খনিজ পদার্থ নয়। যদিও আমরা এই মূল্যবান রত্নগুলোকে পাথর বা খনিজ সম্পদ হিসেবে জানি। মুক্তা মূলত ঝিনুক বা ঝিনুক জাতীয় অন্যান্য সামুদ্রিক জীবে পাওয়া যায়। মুক্তা সম্পর্কে A to Z জনতে আমার (Pearl Buying Guide & Pearls Caring) এই ই-বুকটি সম্পুর্ন ফ্রিতে ডাউনলোড করতে পারেন।

যাই হোক, বলেছিলাম মুক্তা পাথরের উপকারীতা নিয়ে।

মুক্তা-পাথরের-উপকারিতা

 

মুক্তা পাথরের উপকারীতা- জেনেনিন না জানা সব উপকার!

 

১. মুক্তা হচ্ছে রানীদের জুয়েলারি, আর এজন্যই যে কোনো অনুষ্টানে আপনি মুক্তার জুয়েলারি পড়ে নিজেকে করে নিতে পারেন সবার ছেয়ে আলাদা এবং আকর্ষণীয়।

২. মুক্তা আপনার ব্যাক্তিত্যকে খুব ভালো ভাবে প্রভাবিত করতে সক্ষম। মুক্তা যেহেতু একটা রাজকীয় সম্পদ, তাই সহজেই আপনাকে রাজকীয় ভাব দেবে এই অনন্য সুন্দর রত্ন।

৩. মুক্তা আপনার দায়িত্বে মনোযোগ দিতে সার্বিকভাবে সাহায্য করবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ব্যাপারটা সত্য। বিশ্বাস না হলে আপনি নিজেই ব্যাবহার করে দেখতে পারেন। অরিজিনাল মুক্তা কিনতে আমাদের মুক্তার জুয়েলারিগুলো দেখে আসতে পারেন।

৪. বলা হয়ে থাকে মুক্তা দুশ্চিন্তা কমাতে ব্যাপকভাবে সাহায্য করে। বিষয়টা সম্পর্কে হয়তো আপনি আপনার দাদা-দাদি, নানা-নানি থেকে শুনে থাকতে পারেন।

৫. অনেকে বলে অর্থাৎ জতিবিজ্ঞানিরা বলে মুক্তা চন্দ্রের খারাপ প্রভাব থেকে রক্ষা করে। যদিও বিষয়টি সঠিক নাও হতে পারে।

৬. হিন্দু ধর্মের অনেক জায়গায় মুক্তার উপকার সম্পর্কে, বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

৭. জত্যিষরা বলেন, মুক্তা গলার সমস্যা, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ নিরাময়ে ভূমিকা পালন করে থাকে।

৮. বিশ্বাস করা হয় যে, মুক্তা পাথর সোভাগ্য, শ্রদ্ধা, সম্মান এবং সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রাখে।

 

সবধরনের মুক্তা পাথরের উপকারীতা মিথ্যা হলেও, মুক্তা যে একটি অতি মুল্যবান রত্ন এ বিষয়ে কারো সন্দেহের অবকাশ নেই। মুক্তা জুয়েলারির জন্য খুবই আকর্ষণীয় এবং মূল্যবান। তাই মুক্তা দিয়ে আপনাকে পুরোপুরি ডেকে ফেলুন। এজন্যই হয়ত, কোকো চ্যানেল(COCO CHANEL) বলেছেন,” একজন মহিলার অগনিত মুক্তা থাকা উচিত!”

১০০ বছর মুক্তার জুয়েলারি ব্যাবহার করতে চান? মুক্তার জুয়েলারির যত্ন নেওয়ার ৪ টি সহজ পদক্ষেপ সম্পর্কে জানতে এই ব্লগটি পড়তে পারেন।

how to care of pearl jewelry
4 easy steps of c are pearl jewelry.

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top