Cover You In Jewels

how to care of pearl jewelry

কীভাবে মুক্তার জুয়েলারির যত্ন নিতে হয়?

১০০ বছর মুক্তার জুয়েলারি ব্যাবহার করতে চান? মুক্তার জুয়েলারির যত্ন নেওয়ার ৪ টি সহজ পদক্ষেপ।

 

মুক্তার জুয়েলারির যত্ন নিতে হয়
কীভাবে  মুক্তার জুয়েলারির যত্ন নিতে হয়?

 ১। প্রতিবার মুক্তার জুয়েলারি পরিধানের পরে, একটি নরম কাপড় দিয়ে আপনার মুক্তোর জুয়েলারিটি আলতো করে মুছুন। এটি সারা দিন আপনার শরীরে ব্যাবহৃিত তেল বা অন্যান্য কসমেটিকস এর সংস্পর্শে এসে ক্ষতিগ্রস্ত হতে পারে। মনে রাখবেন, কখনও মুক্তোগুলোকে জোরে ঘষামাজা করবেন না।

২।শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী একটি ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন। যদি আপনার মুক্তোয় দৃশ্যমানভাবে কোনো দাগ থাকে, তাহলে আপনি হালকা গরম পানি এবং হালকা সাবানের গুড়ো মিশ্রিত করে নাড়িয়ে নিবেন, তারপর মিশ্রিত দ্রবনের মধ্যে একটি নরম পরিষ্কার কাপড় ডুবিয়ে মুক্তোগুলো আলতোভাবে  মুছুতে পারেন। তবে,মুক্তার নেকলেস বেশিক্ষন জলে ডুবিয়ে রাখবেন না, কারণ এটি সিল্কের সুতোকে দুর্বল করে দেবে। আর আপনাদের জানিয়ে রাখা ভালো,বেশির ভাগ মুক্তার জুয়েলারিতে সিল্কের ব্যাবহার অনেক বেশি। 

৩। মুক্তাগুলোকে সঞ্চয় করার আগে সেগুলিকে ভালো করে শুকিয়ে নিন এবং খুব ভাল করে আপনার মুক্তার জুয়েলারির যত্ন নিন।

তাছাড়াও ভালো করে শুকিয়ে নিলে মুক্তাহারে ব্যাবহৃত সিল্কগুলো মজবুত এবং শক্ত থাকে।

৪। বছরে একবার হলেও মুক্তার জুয়েলারিগুলো আপনার জুয়েলার্সের কাছে নিয়ে যান।আপনি যখন আপনার মুক্তাগুলিকে আপডেটেড রাখতে প্রায়শই পরতে চান, তখন সমস্ত শরীরের তেল ও অন্যান্য কসমেটিকস আপনার মুক্তার সিল্ককে নাজুক করে ফেলে। এজন্য বছরে অন্তত একবার আপনার মুক্তার ব্রেসলেট এবং নেকলেসগুলির অখণ্ডতা পরীক্ষা করুন৷

 

বোনাস টিপ: “কালচারড মুক্তাগুলিকে প্রতিটি পুঁতির মধ্যে একটি গিঁট দিয়ে বাঁধা উচিত যাতে খুব সহজেই চিড়ে না যায়।

 

মুক্তা রক্ষণাবেক্ষণ টিপস

 

মুক্তা সাধারণত একটি মূল্যবান সম্পদ, যেটি একপর্যায়ে পারিবারিক উত্তরাধিকারে পরিণত হয়। তাই মুক্তা রক্ষণাবেক্ষণের ব্যাপারে আরো অধিক সতর্ক হওয়া উচিত। আর এজন্যই PearlyFy আপনাদেরকে সচেতন করার লক্ষ্যে নিয়ে এসেছে কয়েকটি সহজ টিপস।

 

১. কখনও কোথাও যাওয়ার সময় বা স্পেশাল অনুষ্ঠানে অবশ্যই মুক্তার জুয়েলারিকে সবার শেষে পরিধান করার চেষ্টা করবেন। এতে মুক্তার জুয়েলারির যত্ন নিশ্চিত হবে।  আপনার পোশাকের চূড়ান্ত স্পর্শ হওয়া উচিত। আপনার মুক্তার জুয়েলারি পরিধান হয়ে গেলে মেকআপ, হেয়ারস্প্রে, লোশন বা পারফিউম ব্যাবহার থেকে বিরত থাকুন।

 

২. মুক্তার জুয়েলারিগুলোকে সমান জায়গায় সংরক্ষণ করুন। যদিও বেশিরভাগ নেকলেসগুলি একটি সুন্দর গহনার র‍্যাকে ঝুলিয়ে রাখা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য, কিন্তুু মুক্তার জুয়েলারি  স্ট্র্যান্ডে রাখা উচিত নয়। মুক্তার নেকলেসগুলো সমতল জায়গায় রাখুন, যাতে সেগুলি দাগযুক্ত না হয়।

 

৩. শুধুমাত্র মুক্তার জুয়েলারির  যত্নের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করুন। নরম মুক্তাগুলির স্ক্র্যাচের প্রবণতা রয়েছে, তাই এগুলোকে ফ্যাব্রিক বা নরম কাপড়ের তাকে আলাদাভাবে সংরক্ষণ করুন।

 

৪. মুক্তো পরার পর অবশ্যই মুক্তাগুলি একটি আর্দ্র পরিবেশে সবচেয়ে ভাল যায়গায় রাখুন। যদি খুব বেশি সময় ধরে এগুলোকে সংরক্ষণ করার প্রয়োজন হয়,তাহলে সচ্ছ এক গামলা পানির মধ্যে সংরক্ষন করতে পারেন।

মুক্তার উপকারিতা সম্পর্কে জানতে এই ব্লগটি পরুন।

১০ টি মুক্তা পাথরের উপকারীতা, কেনো ব্যবহার করবেন?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top
My cart
Your cart is empty.

Looks like you haven't made a choice yet.